কনের বয়স ১৫ হওয়ায় বিয়ে বন্ধ করে দিল ভ্রাম্যমাণ আদালত
ইমান২৪.কম: ফেনীর দাগনভূঞা উপজেলায় কনের বয়স ১৫ হওয়ায় বিয়ে বন্ধ করে দিল ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান।
বিয়ে বন্ধ করে বর ও কনের অভিভাকদের জরিমানা ও কনের চাচার কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দাগনভূঞা পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে ইয়াকুবপুর ইউনিয়নের বাসিন্দা দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে দাগনভূঞা পৌরসভার উদরাজপুর এলাকার এক যুবকের বিবাহের আয়োজন করা হয়।
খবর পেয়ে শুক্রবার দুপুরে কমিউনিটি সেন্টারে যান উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান।
পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনে ও বরের অভিভাবকদের জরিমানা করেন।
বর পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা আর কনে পক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান বলেন, কনের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দিয়ে পড়াশোনা চালিয়ে নিয়ে যাবে বলে মুচলেকা দিয়েছে উভয় পক্ষ।