ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করে সরকার গঠন করবো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান ও ঐক্যফ্রন্টের অন্যতম শরীক দলের নেতা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, স্বাধীন বাংলার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে থেকে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিলাম। আর এখন ড. কামাল হোসেনের সঙ্গে ঐক্যফ্রন্টে থেকে নির্বাচন করে সরকার গঠন করবো।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে টাঙ্গাইল যাওয়ার পথে মির্জাপুরে গোড়াইরে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ঐক্যের ডাকে সারা দিয়ে দেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়ে উঠেছে। ইনশাআল্লাহ সবার সহযোগিতায় বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে ঐক্যফ্রন্ট সরকার গঠন করতে পারবে। তিনি আরও বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে এই স্বৈরশাসক সরকারকে অবশ্যই বাংলার মাটি থেকে উৎখাত করবো।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, মির্জাপুর উপজেলা শাখার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মো. আমজাদ হোসেন সিকদার, সাধারন সম্পাদক মো. আরমান হোসেন তালুকদার তাপসসহ টাঙ্গাইল জেলা, মির্জাপুর, বাসাইল ও সখিপুর উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাজপথে আন্দোলনের কোনো বিকল্প নেই: নজরুল

৮০ হাজার কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ

যারাই সরকারের বিরুদ্ধে কথা বলবে তাদেরকেই জেলে যেতে হবে : অ্যাডভোকেট সারওয়ার

ছোটলোক বলার জবাবে মান্নাকে যা বললেন প্রধানমন্ত্রী !

জেএসসি পরীক্ষা কেন্দ্র থেকে প্রতিবন্ধী পরীক্ষার্থীকে বের করে দিল শিক্ষকরা

ফেসবুকে লাইক দিন