ঐক্যফ্রন্টের সঙ্গে আবারও সংলাপে রাজি আ.লীগ : ওবায়দুল কাদের

ইমান২৪.কম: আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে দাবি-দাওয়া নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আবারও সংলাপে বসতে রাজি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রবিবার (৪ নভেম্বর) দুপুর সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে অগ্রগতি আছে, তারা চাইলে ছোট পরিসরে আবারও আলোচনা হতে পারে। সংলাপে তারা তাদের দাবিগুলো উপস্থাপন করেছে, আলোচনা হয়েছে।

সভা-সমাবেশের অধিকারসহ অনেকগুলো দাবি মেনেও নেয়া হয়েছে।’ অপরাপর দাবিগুলো নিয়ে আবারও সংলাপ হতে পারে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘অনেক দিনের দূরত্ব, একদিনেই তো আর বরফ গলবে না। আলোচনা অব্যাহত থাকবে।’ ‘খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির জন্য আলোচনার দরজা খোলা’- গণমাধ্যমে নিজের প্রকাশিত এমন খবর প্রসঙ্গে কাদের বলেন, ‘খালেদা জিয়াকে সাজা দিয়েছেন আদালত।

এখন চিকিৎসার জন্য প্যারোলে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারে বিএনপি।’ সংলাপ শেষ হওয়ার আগে নির্বাচনের তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনকে ঐক্যফ্রন্টের চিঠি সম্পর্কে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘এটা নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। নির্বাচন কমিশন স্বাধীন। তফসিল পেছাবেন কি না সেটা তারাই সিদ্ধান্ত নেবেন।’

আরও পড়ুন: ১৩ জনের প্রাণনাশের পর বাঘিনীকে গুলি করে হত্যা

রংপুর আদালতে বিএনপি-আ’লীগের ব্যাপক সংঘর্ষ

ফেসবুকে লাইক দিন