এরশাদ ক্ষুব্ধ, প্রত্যাশিত আসন না পেলে সিদ্ধান্ত পরিবর্তনের হুমকি!
ইমান২৪.কম: আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) নেতাদের কয়েক দফা বৈঠকে এখন পর্যন্ত যে ফলাফল তাতে সন্তুষ্ট নন এইচএম এরশাদ। দলের নেতাদের মাধ্যমে এবং বিশেষ মারফতে আওয়ামী লীগের কাছে অন্তত ৫০টি আসনে এরশাদ ছাড় চাচ্ছেন। তবে গতকাল রবিবার পর্যন্ত দর-কষাকষিতে এই সংখ্যা ৩০ থেকে ৪০ এর মধ্যে ওঠানামা করছিল। আজ সোমবার বিকাল নাগাদ মহাজোটের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশের কথা। প্রত্যাশিত আসন না পেলে ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতে পারেন বলে বিভিন্ন মাধ্যমে এরশাদ আওয়ামী লীগকে এক ধরনের হুমকি-মিশ্রিত বার্তা দিয়ে রেখেছেন বলে জানা গেছে।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগ যখন দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি বিতরণ করছিল তখন রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের কার্যালয়ে গিয়ে দেখা যায়, উপস্থিত জাপার বেশ ক’জন সংসদ সদস্য, মনোনয়ন প্রত্যাশী নেতা ও সাধারণ কর্মীদের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে। জাপার বর্তমান কোন কোন সংসদ সদস্যের আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ঘোষণা করছে, মহাজোট থেকে যাদের মনোনয়নের জন্য দর-কষাকষি করা হচ্ছে সেসব আসনে কাদেরকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ, তা নিয়ে পর্যালোচনা-বিশ্লেষণ করছিলেন জাপার নেতা-কর্মীরা।
বিশেষ করে, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে জাপার বর্তমান এমপি সালমা ইসলামের আসনে আওয়ামী লীগ শীর্ষ ব্যবসায়ী সালমান এফ রহমানকে এবং চট্টগ্রাম-৯ আসনে জাপার বর্তমান এমপি জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জায়গায় মুহিবুল হাসান চৌধুরী নওফেলকে দলীয় মনোনয়নপত্র দেওয়ায় বিষয়টি ছিল জাপা নেতা-কর্মীদের মধ্যে সর্বাধিক আলোচনায়। জাপা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৯ আসনের পরিবর্তে জিয়াউদ্দিন বাবলুকে কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগের ছাড় দেওয়ার কথা ছিল। কিন্তু এই আসনটিতেও আওয়ামী লীগ দলের বর্তমান এমপি সাইমুম সরওয়ার কমলকে দলীয় মনোনয়নপত্র দিয়েছে। কুমিল্লা-২ আসনে জাপার বর্তমান এমপি আমির হোসেনের স্থানে ব্যবসায়ী আবদুল মাতলুব আহমেদের স্ত্রী সেলিমা আহমেদকে দলীয় মনোনয়নের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া ঢাকা-১৭ আসনে এরশাদ মহাজোটের মনোনয়ন দাবিদার হলেও এখানে আওয়ামী লীগ গতকাল চলচ্চিত্র অভিনেতা ফারুককে দলীয় মনোনয়নের চিঠি দিয়েছে বলে জানা গেছে।
জাপার দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে জাপার আসন ভাগাভাগির খবরাখবরে দলীয় নেতাদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন এরশাদ। বারিধারায় ‘প্রেসিডেন্ট পার্ক’-এ নিজের বাসা ছেড়ে আবারও গুলশানে নিরিবিলি স্থানে অবস্থান নিয়েছেন তিনি। সেখানে দলের যে দু’তিন জন নেতার যাতায়াত রয়েছে তারা ইত্তেফাকের সঙ্গে আলাপকালে জানান, একশটি আসনে প্রার্থীদের দলীয় মনোনয়ন দেওয়ার লক্ষ্যে চিঠি তৈরি করে রেখেছেন এরশাদ। শেষ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা না হলে এককভাবে আপাতত একশটি আসনে এরশাদ দলীয় প্রার্থী ঘোষণা করার প্রস্তুতি রেখেছেন। দলটির নেতারা জানান, তবে সবকিছু নির্ভর করছে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা হওয়া না হওয়ার ওপর।
অবশ্য বর্তমান দশম সংসদে জাপার যেসব এমপিদের আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দেয়নি সেগুলো হলো- এইচএম এরশাদ (রংপুর-৩), সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫), লিয়াকত হোসেন খোকা (নারায়ণগঞ্জ-৩), কাজী ফিরোজ রশীদ (ঢাকা-৬), সৈয়দ আবু হোসেন বাবলা (ঢাকা-৪), মসিউর রহমান রাঙা (রংপুর-১), এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১), আক্কাস আলী (কুড়িগ্রাম-৩), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (গাইবান্ধা-১), নুরুল ইসলাম ওমর (বগুড়া-৬), আলতাফ আলী (বগুড়া-৭), এ বি এম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১), নাসরিন জাহান রত্না (বরিশাল-৬), রওশন এরশাদ (ময়মনসিংহ-৪), সালাউদ্দীন আহম্মেদ মুক্তি (ময়মনসিংহ-৫), ফখরুল ইমাম (ময়মনসিংহ-৮), মুজিবুল হক চুন্নু (কিশোরগঞ্জ-৩), ইয়াহ্ইয়া চৌধুরী (সিলেট-২), সেলিম উদ্দিন (সিলেট-৫), আবদুল মুনিম চৌধুরী বাবু (হবিগঞ্জ-১), নুরুল ইসলাম মিলন (কুমিল্লা-৮), ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৫), শওকত চৌধুরী (নীলফামারী-৪), পীর ফজলুর রমান মিজবাহ (সুনামগঞ্জ-৪), ও ডা. রুস্তম আলী ফরাজী (পিরোজপুর-৩)।
দলীয় সংসদ সদস্যদের বাইরে দলের অন্য যাদের জন্য জাপা আসন চায় তাদের মধ্যে যাদের আসনে আওয়ামী লীগ দলের কাউকে চিঠি দেয়নি সেগুলোর মধ্যে জিএম কাদের (লালমনিরহাট-৩) এবং লে. জে (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩) অন্যতম।
জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) বলেছেন যে-তাদের দলের অনেককে মনোনয়নের চিঠি দেওয়া হলেও সঙ্গে প্রত্যাহারপত্রেও স্বাক্ষর নিয়ে রাখা হয়েছে। সেই কারণে জাপার সঙ্গে আসন সমঝোতার পর আওয়ামী লীগের সংশ্লিষ্ট প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন, এটা ধরে নেওয়া যায়।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকালই সন্ধ্যায় এরশাদ দলের কয়েকজনের মাঝে দলীয় মনোনয়নের চিঠি হস্তান্তর করেছেন।
আরও পড়ুন: নির্বাচনে জামায়াতে ইসলামীকে পরিহার করতে আলেমদের বিবৃতি
সংসদ বহাল রেখে কেন নির্বাচন, ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
পুলিশ ও প্রশাসনের ৯২ কর্মকর্তার প্রত্যাহার চেয়ে ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি
শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব: মির্জা ফখরুল
যারা লালন-নজরুল সঙ্গীত শোনে এবং রবীন্দ্রনাথের লেখা পড়ে তারা কখনো জঙ্গী হয়না: মনিরুল ইসলাম
গণফোরামে যোগ দিচ্ছেন আ.লীগের সাবেক মন্ত্রী এ কে খন্দকার এবং একুশে টিভির সাবেক চেয়ারম্যানসহ আরো অনেকে