এরশাদকে নিয়ে ফের রহস্য; হঠাৎ অসুস্থতায় সিএমএইচ’এ ভর্তি
ইমান২৪.কম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে নিয়ে অপার রহস্য। নির্বাচন ঘনিয়ে এলেই তাকে নিয়ে নানা রহস্য দানা বাধে। এবারও তার ব্যতিক্রম নয়।
২০১৪ সালের নির্বাচনের আগের পরিস্থিতি সবার জানা। দুই সপ্তাহ আগে হঠাৎ খবর এলো এরশাদ হাসপাতাল থেকে বাড়ি ফেরেননি। তিন দিন পর আত্মপ্রকাশ করলেন।
বলা হলো, তিনি গুলশানের কোনো একটি বাড়িতে বিশ্রামে ছিলেন। আসলে কি তাই? নানা প্রশ্ন যখন বাতাসে উড়ে বেড়াচ্ছিল তখন আবারো এরশাদকে নিয়ে খবর চাউর হয়েছে।
বলা হচ্ছে, তাকে বারিধারাস্থ প্রেসিডেন্ট পাার্কে পাওয়া যাচ্ছে না। হাসপাাতালেও নেই। তা কি করে হয়?
জাপার কোনো নেতাই মুখ খুলছেন না। নাম প্রকাশ না করা শর্তে একজন জাপা নেতা বললেন, অজ্ঞাত কারণে তিনি হয়তো চুপ কিংবা বা ঠিকানাবিহীন হয়ে আছেন।
আসন ভাগাভাগি নিয়ে ক্ষমতাসীনদের সঙে তার দূরত্ব বেড়েছে। অবশ্য অন্য একটি সূত্র বলছে, এরশাদ গুরুতর অসুস্থ। তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হতে পারে। তাই যদি হবে তাহলে কেন এত লুকোচুরি?
বলা হচ্ছে তিনি ছোটখাটো কিছু হলেই চিকিৎসকের স্মরণাপন্ন হন। সে অবস্থান থেকে তার সিঙ্গাপুর যাওয়ার সিডিউল রয়েছে এই মাসেই। আরও আগেই তার যাওয়ার কথা ছিল কিন্তু নির্বাচনের ঝামেলার কারণে তিনি যাননি।
আরও পড়ুন: মনোনীত প্রার্থীদের চিঠি দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মির্জা ফখরুল
প্রধান নির্বাচন কমিশনারকে পদ থেকে সরে যেতে বললেন ড. কামাল
সংসদ বহাল রেখে কেন নির্বাচন, ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
সারাদেশে আ.লীগের মনোনয়ন বঞ্চিতদের তান্ডব: লাঠি মিছিল হামলা ভাঙচুর সংঘর্ষ
এবার ওবায়দুল কাদেরের বক্তব্যের কড়া জবাব দিলেন ড. কামাল হোসেন
গণফোরামে যোগ দিচ্ছেন আ.লীগের সাবেক মন্ত্রী এ কে খন্দকার এবং একুশে টিভির সাবেক চেয়ারম্যানসহ আরো অনেকে