এবার মানচিত্র থেকে রোহিঙ্গা গ্রাম মুছে দিয়েছে মিয়ানমার
ইমান২৪.কম: মানচিত্র থেকে রোহিঙ্গাদের একটি গ্রামকে মুছে ফেলা হয়েছে। ‘কান কিয়া’ নামে ওই গ্রামটিকে তিন বছর আগে জ্বালিয়ে দিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী।
নাফ নদী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে গ্রামটির অবস্থান। যেখানে কয়েকশ রোহিঙ্গা থাকত।
গুগল আর্থে দেখা গেছে, একটি পুলিশের ঘাঁটি ছাড়াও বর্তমানে ওই গ্রামের জায়গায় বেশ কয়েকটি সরকারি ও সামরিক ভবন গড়ে উঠেছে।
দেশটির সরকার জায়গাটিকে এখন মংডু শহরের বর্ধিত অংশ হিসেবে গণ্য করছে। খবর রয়টার্সের।
মিয়ানমারে জাতিসংঘের ‘ম্যাপিং ইউনিট’ বলছে, ‘নতুন মানচিত্রে আগুনে পুড়িয়ে দেয়া গ্রামটির নাম আর দেখা যাচ্ছে না।
গেল বছর মিয়ানমার সরকার দেশটির জন্য নতুন একটি মানচিত্র তৈরি করে যেখানে কিয়া গ্রামের অংশটিকে মংডু শহরের বর্ধিত অংশ বলা হচ্ছে।’
২০১৭ সালের অভিযানের সময় মিয়ানমার সেনাবাহিনী কান কিয়ার মতো অন্তত চারশ’ গ্রাম ধ্বংস করেছে বলে জানায় নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’।
তারা ভূউপগ্রহের ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে। ধ্বংস করা গ্রামগুলোর মধ্যে অন্তত এক ডজন গ্রামের নাম এখন মানচিত্র থেকেও মুছে দেয়া হয়েছে।