এবার বিএনপির বিরুদ্ধে শুদ্ধি অ’ভিযান শুরু হবে: কাদের

ইমান২৪.কম: ওবায়দুল কাদের জানিয়েছেন, নিজ ঘর তথা আ’লীগের শুদ্ধি অ’ভিযান সমাপ্ত করে অচিরেই বিএনপির দুর্নীতিবাজ নেতাকর্মীদের বিরুদ্ধেও অ’ভিযান চালানো হবে।

তিনি বলেন, অপকর্মকারীরা সাবধান হয়ে যান, চিহ্নিত স’ন্ত্রাসীরা সাবধান হয়ে যান! শেখ হাসিনার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। রোববার (২৭ অক্টোবর) দুপুরে নগরের দি কিং অব চিটাগাং-এ চট্টগ্রামে বিভাগের ৬ জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, শুদ্ধি অ’ভিযান শুধু সরকারের লোকেদের বিরুদ্ধে নয়, এ অভিযান সবার বিরুদ্ধে চালানো হবে। বিএনপির নেতাকর্মীরা কে, কী করছেন?

কোথায় বসে কী অপকর্ম করছেন? সব খোঁজ-খবর নেওয়া হচ্ছে। সময়মতো টের পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ঘরটা শেষ করে অপরটা ধরবেন। নেটের জালে সবার অপরাধ ধরা পড়বে।

তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী। এই চট্টগ্রাম বিপ্লবী সূর্যসেনের দেশ, অনেক স্মৃতি, অনেক সংগ্রাম আছে এই বীর চট্টলায়। এই চট্টগ্রাম আঘাতে আঘাতে বিপর্যস্ত হয়েছে,

পর্যুদস্ত হয়েছে- কিন্তু পরাজয় মেনে নেয়নি। আওয়ামী লীগ পরাজয় মানে না। আওয়ামী লীগ ধ্বং’স হয়ে যেতে পারে কিন্তু পরাজয় মেনে নেয় না। তিনি আরো বলেন, শেখ হাসিনা শুধু রাজনীতিক নন,

তিনি একজন রাষ্ট্রনায়ক। রাজনীতিকরা চিন্তা করেন পরবর্তী নির্বাচন নিয়ে কিন্তু রাষ্ট্রনায়কের চিন্তা পরবর্তী জেনারেশন নিয়ে। ভিশন ২০২১, ২০৪১ ও একশ বছরের মহাপরিকল্পনা নিয়ে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ জিডিপিতে এশিয়ায় সবার শীর্ষে। শেখ হাসিনার নেতৃত্বে আরও এগিয়ে যাবে দেশ।

ফেসবুকে লাইক দিন