এবার ফিলিস্তিনের মসজিদে আগুন দিলো ইহুদিবাদী ইসরায়েল

ইমান২৪.কম: পশ্চিমতীরের রামাল্লার একটি মসজিদে আগুন দিয়েছে সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের ইহুদীরা।

রোববার (২৬ জুলাই) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটায় সন্ত্রাসী রাষ্ট্রটি। ফিলিস্তিনের ধর্মবিষয়ক উপমন্ত্রী বলেন, হামলাকারীরা স্প্রে দিয়ে হিব্রু ভাষায় ফিলিস্তিন বিরোধী স্লোগান লিখেছে।

তারপর মসজিদের ভেতরে বোমা নিক্ষেপ করেছে। বোমার আগুনে মসজিদের বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। ভাঙচুর চালানো হয়ে অজুখানায়।

মুহাম্মদ আবেদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ভোর তিনটায় মসজিদের মুয়াজ্জিন আমার মোবাইল ফোনে কল করেন।

তিনি আমাকে জানান মসজিদে আগুন দেওয়া হয়েছে। তখনই আমি প্রতিরক্ষা বিভাগকে বিষয়টি জানাই। এসে দেখি আগুন জ্বলছে।

দমকল বাহিনীর সহায়তায় মজিদের কারপেট এবং যতটুকু সম্ভব মসজিদ রক্ষার চেষ্টা করি।

দখলদারিত্বের বিরোধিতা করায় প্রায়ই ফিলিস্তিনিদের বিরুদ্ধে এমন হামলা ও মসজিদে আগুন দেয় ইহুদিবাদী সন্ত্রাসীাদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল।

ফেসবুকে লাইক দিন