এবার তালেবানের সঙ্গে আলোচনায় ভারত

তালেবানের সঙ্গে কোনো রকম আলোচনায় না বসার দীর্ঘ বছরের নীতি ভেঙে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে ভারত।

নিজেদের দীর্ঘদিনের অবস্থান থেকে সরে এসে এই প্রথম আফগানিস্তান তালেবানদের আলোচনা শুরু করেছে নয়াদিল্লি।

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ফেব্রুয়ারিতে তালেবানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর থেকেই ক্রমশ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা।

তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেয়োর উপস্থিতিতে সেই চুক্তি স্বাক্ষর করা তালেবান নেতা মুল্লাহ বরাদরের সঙ্গেই আলোচনা শুরু করেছে ভারত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারাই আলোচনা চালাচ্ছেন।

ফেসবুকে লাইক দিন