এবারের ঈদের জামাত হচ্ছে না আমিরাতে

ইমান২৪.কম: ঈদগাহে বা মসজিদে ঈদুল-আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে না সংযুক্ত আরব আমিরাতে।

চলমান করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাব বিস্তার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ঈদুল ফিতরেও মসজিদ বা ঈদগাহে জমাত নিষিদ্ধ ছিল।

ঈদুল ফিতরের ন্যায় ঈদুল আজহার নামাজও ঘরোয়া জামায়েত বা পারিবারিক জামায়েতের মাধ্যমে পড়ার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য যে, আমিরাতে এখনো গণজমায়েত বা পাবলিক গেদারিং নিষিদ্ধ।

কেউ যদি গণজমায়েত করে তবে তাকে ১০ হাজার দিরহাম জরিমানা দিতে হবে।

এ ছাড়া ওই গণজমায়েতে যে বা যারা অংশ নিবে তাদের প্রত্যেককে ৫ হাজার দিরহাম করে জরিমানার বিধান রাখা আছে।

ফেসবুকে লাইক দিন