এবারও ব্যারিষ্টার মইনুলের জামিন আবেদন নাকচ

ইমান২৪.কম: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার ব্যারিষ্টার মইনুল হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহ এই আদেশ দেন।

মইনুলের জামিন চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নাকচ করেন।

১ নভেম্বর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গুলশান থানার এই মামলায় মইনুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ২৪ অক্টোবর মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন আওয়ামী লীগের উপকমিটি যুব ও ক্রীড়ার সদস্য সুমনা আক্তার লিলি।

গত ২২ অক্টোবর রংপুর আদালতে করা মানহানির মামলায় মইনুল হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

আরও পড়ুন: গোপন সুড়ঙ্গ পথ দিয়ে পালালেন শিবিরের নেতা-কর্মীরা

শেখ হাসিনার সরকারে নির্বাচনে যেতে আপত্তি নেই ঐক্যফ্রন্টের, তবে…

আদালত চত্বরেই ব্যারিস্টার মইনুলকে ছাত্রলীগের চড়-থাপ্পড়, ডিম ও জুতা নিক্ষেপ

যেসব হেফাজত নেতা প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনায় আসেননি

টাকা না দিলে তোর বাবাকে ধরে নিয়ে আসব : পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম

ফেসবুকে লাইক দিন