আক্রান্তে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ, বিশ্বতালিকায় অবস্থান ৪র্থ
ইমান২৪.কম: আক্রমণের চূড়ার পথে হাঁটছে বাংলাদেশ। আজ বুধবার (১০ জুন) নতুন করোনা আক্রান্তের বিশ্ব তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ।
আজ বাংলাদেশে শনাক্ত হয়েছে ৩১৯০ জন নতুন করোনা রোগী।
তালিকার শীর্ষে রয়েছে রাশিয়া, সেখানে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪০৪। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে পাকিস্তান ও মেক্সিকো।
এই দুইটি দেশে নতুন রোগীর সংখ্যা যথাক্রমে ৫৩৮৫ ও ৪১৯৯। ১৮০৩ নতুন করোনা রোগী নিয়ে বাংলাদেশের ঠিক পরের অবস্থানে রয়েছে ভারত।
শীর্ষ দশে থাকা বাকি পাঁচটি দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, বলিভিয়া, ওমান ও আফগানিস্তান।
বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এই পরিসংখ্যান পাওয়া গেছে বিশ্বখ্যাত করোনা আপডেটের ওয়েবসাইট ওয়ার্ল্ড ওমিটারে।
উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশে মোট করোনা রোগীর সংখ্যা ৭৪৮৬৫। বিডি২৪লাইভ