কমছে না করোনা: আজও আক্রান্ত ও মৃত্যু অনেক
ইমান২৪.কম: দেশে করোনায় গত ২৪ ঘন্টায় শনাক্ত ৪১৯২ জন। গতকাল ছিল ৫১৮৫ জন। সুস্থ হয়েছে ৫৯১৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৯৪ জন।
মোট পরীক্ষা হয়েছে ১৯৯৫৯ টি। এ পর্যন্ত মোট মৃত্যু ১০০৮১ জন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিশ্ব পরিস্থিতি: সারা বিশ্বে এখন চলছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। বিশ্বের প্রতিটি দেশেই বেড়েছে এই ভাইরাসের ভয়াবহতা।
আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ৯ টা পর্যন্ত বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে মারা গেছে ১৩ হাজার ৫৩২ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮ লাখ ৪ হজার ৩১৬ জন।
এদিকে বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ কোটি ৮৮ লাখ ২১ হাজার ২৮৮ জন এবং মোট মারা গেছে ২৯ লাখ ৮৪ হাজার ৯২০ জন।
বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১১ কোটি ১৬ লাখ মানুষ এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৪২ লাখের বেশি।