একের পর এক জেলা দখল করছে তালেবান, জরুরি বৈঠকে ঘানি-বাইডেন

ইমান২৪.কম: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও আফগান হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করবেন। আগামী শুক্রবার হোয়াইট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকে আশরাফ ঘানি ও আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের দেশজুড়ে সংঘাত নিয়ে আলোনা করবেন বাইডেন।

হোয়াইট হাউস রোববার এক বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রথম মুখোমুখি বৈঠকে জো বাইডেন কূটনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তাসহ আফগান জনগণের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষে আশরাফ ঘানি এবং আবদুল্লাহকে সমর্থন দেওয়ার আশ্বাস দেবেন।

হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট ঘানি ও আবদুল্লাহর এই সফর যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে স্থায়ী অংশীদারত্বের বিষয়টি তুলে ধরবে, কেননা যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সামরিক উপস্থিতি প্রত্যাহার করে নিচ্ছে।

প্রায় দুই দশকের পর যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধ শেষ করতে আগামী ১১ সেপ্টেম্বরের আগে দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সমস্ত সেনা সরিয়ে নেওয়ার ব্যাপারে গত এপ্রিলে বাইডেন সিদ্ধান্তের পর থেকে কমপক্ষে ৩০টি জেলা তালেবানদের দখলে চলে গেছে

ফেসবুকে লাইক দিন