একসঙ্গে সাত সন্তানের জন্ম; বিশ্বজুড়ে আলোড়ন
ইমান২৪.কম: ইরাকি নাগরিক ইউসুফ ফিদল তার চতুর্থ সন্তানের বাবা হতে গিয়ে তার স্ত্রী জন্মদিলো একসঙ্গে সাত সন্তান। তাদের মধ্যে ছয় মেয়ে ও এক ছেলে। সব মিলিয়ে ইউসুফ দম্পতির সন্তানের সংখ্যা এখন ১০।
ডেইলি মিররের বরাতে জানা যায়,পূর্ব ইরাকের দিয়ালি এলাকার একটি হাসপাতালে ২৫ বছর বয়সী এক নারীর গর্ভে একসঙ্গে সাত সন্তানের জন্ম হয়েছে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগের একজন মুখপাত্র জানিয়েছে, স্বাভাবিকভাবেই ওই সাত সন্তানের জন্ম হয়েছে এবং সাত সন্তান ও তাদের মা এখন সুস্থ আছেন।
এছাড়া কয়েকটি জমজ বাচ্চার ছবিও প্রকাশ করা হয়েছে ডেইলি মেইলে। কয়েকদিন আগেই লেবাননের সেন্ট জর্জ ইউনিভার্সিটি হাসপাতালে এক মায়ের একসঙ্গে ছয় সন্তান জন্ম দেওয়ার কয়েকদিন পর এবার একসঙ্গে সাত সন্তান জন্ম দেওয়ার ঘটনা বেশ আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে।
১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের কেনি ও ববি দম্পতির ঘরে প্রথমবারের মতো একসঙ্গে সাত সন্তান জন্ম নেওয়ার খবর পাওয়া যায়।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধে কে জিতবে?
হামলার জবাব দিতে কতটুকু প্রস্তুত ভারতের সেনাবাহিনী?
মোদীর বার্তায় যুদ্ধের শঙ্কা, পাকিস্তান চালাবে পারমাণবিক হামলা
ভারতের পাশে যুক্তরাষ্ট্র-ইসরায়েল, পাকিস্তানের পক্ষে চীন
আমার মনে হয়েছে আমি জাহান্নামে ছিলাম : চীনা বন্দিশিবির থেকে ফিরে এক নারী
সরকারের সমালোচনাকারীরা রাষ্ট্রদ্রোহী হতে পারে না: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান