একমাত্র ইসলামী আন্দোলনই নিজ দলীয় প্রতীকে ৩০০ আসনে নির্বাচন করবে

ইমান২৪.কম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন করেছে।

দলটি এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামী আন্দোলনের নির্বাচনী এলাকার স্ব স্ব প্রার্থীগণ মনোনয়ন জমাদানের শেষ দিনে তাদের মনোনয়ন দাখিল সম্পন্ন করেছেন।

দলটি আরও জানায়, ইসলামী আন্দোলনই একমাত্র দল যারা ৩০০ আসনে তাদের দলীয় প্রতীকে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস, কালো টাকা ও পেশীশক্তি নির্ভর রাজনীতি নিষিদ্ধ করে এসব অপশক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের এমপি-মন্ত্রী প্রার্থীরা নিজ নিজ এলাকায় এখনো জোর প্রচারণা চালাচ্ছে, শোডাউন ও মতবিনিময় সভা করছে। এ ব্যাপারে নির্বাচন কমিশন কোন পদক্ষেপ নিচ্ছে না। নির্বাচনের পরিবেশ সৃষ্টির দায়িত্ব ইসির। কিন্তু ইসির আচরণই প্রশ্নবিদ্য।

তিনি বলেন, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারলে হাতপাখার পক্ষে ব্যালট বিপ্লব ঘটবে, ইনশাআল্লাহ। স্বাধীনতার পর থেকে যারা দেশ পরিচালনা করছে তাদের ওপর থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন মুখোমুখি; যে কোনো সময় যুদ্ধ

ক্ষমতা হারালে কেউ রেহাই পাবেন না বাছাধন: আইনমন্ত্রী

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী

দেশে সম্পূর্ণভাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে: মাহী বি. চৌধুরী

ইজতেমা মাঠের দখল পেতে মাও. সাদপন্থীদের সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নায়ক ফারুকের ইসলাম বিদ্বেশি বক্তব্যে সমালোচনার ঝড়, অতপর মনোনয়ন বাতিল

ফেসবুকে লাইক দিন