একদিন ভারতের লালকেল্লায় ইসলামের পতাকা উড়াব ইনশাআল্লাহ: পাক মন্ত্রী

ইমান২৪.কম: ভারতীয় রাজনীতিতে দীর্ঘদিন দিন দাপট দেখালেও লালকেল্লায় লাল পতাকা উড়াতে পারেনি বামেরা। অদূর বা সুদূর ভবিষ্যতেও সেই সম্ভাবনার কথা দেখা যায় না।

কিন্তু ভারতের রাজধানী শহর দিল্লির লালকেল্লায় ইসলামের সবুজ পতাকা উড়ানোর হুমকি দিলেন পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলি মোহাম্মদ খান।

উল্লিখিত ব্যক্তি আলি মোহাম্মদ খান পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী। সম্প্রতি কাশ্মীর নিয়ে শাহিদ আফ্রিদির করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন পাক মন্ত্রী আলি মোহাম্মদ খান।

আন্তর্জাতিক ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদি কিছুদিন আগে বলেছিলেন পাক প্রশাসনের নিজেদের চারটি প্রদেশ সামাল দেওয়ার ক্ষমতা নেই। ফের কাশ্মীর পাকিস্তানের সঙ্গে যুক্ত হলে ইসলামাবাদের চাপ বাড়বে। এই অবস্থায় কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার দাবি তুলেছিলেন পাক ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদি।

এই বিষয়ে পাক মন্ত্রী আলি মোহাম্মদ খান বলেছেন, ‘সমগ্র কাশ্মীর পাকিস্তানের। কারণ ভারত-পাক খেলার সময় কাশ্মীরের সকলে পাকিস্তানকে সমর্থন করে।’ পাকিস্তানের চার প্রদেশ এবং কাশ্মীর খুব ভালো করেই ইসলামাবাদ শাসন করতে পারবে বলে দাবি করেছেন আলি মোহাম্মদ খান।

একই সঙ্গে তিনি বলেছেন, ‘একদিন দিল্লির লালকেল্লাতেও আমরা ইসলামের সবুজ পতাকা উড়াব। ইনশাআল্লাহ।’

শুধু ভারতের লালকেল্লা দখল করেই ক্ষান্ত থাকতে নারাজ পাক মন্ত্রী। সমগ্র বিশ্বে পাকিস্তানের শাসন প্রতিষ্ঠা করার স্বপ্নও তিনি দেখছেন। আলি মহম্মদ খান বলেছেন, ‘একদিন ক্ষমতাবলে আমেরিকাকেও ছাড়িয়ে যাবে পাকিস্তান। তখন সমগ্র বিশ্বের নিয়ন্ত্রণ ক্ষমতা পাকিস্তানের হাতে থাকবে।’

আরও পড়ুন: যশোর বিএনপির এমপিপ্রার্থী আবু বকরের লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধার

৩০ ডিসেম্বরের আগে ওয়াজ-মাহফিলের নিষেধাজ্ঞা আরোপ করেছে (ইসি)

পুলিশ ও প্রশাসনের ৯২ কর্মকর্তার প্রত্যাহার চেয়ে ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি

শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব: মির্জা ফখরুল

ফেসবুকে লাইক দিন