একজন ভালো মানুষ ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী: শোকবার্তায় আল্লামা মাহমুদুল হাসান
ইমান২৪.কম: ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ হাফেজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জায়েদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর, গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ির প্রিন্সিপাল মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আমরা একজন ভালো মানুষ হারালাম। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ছিলেন একজন নিরুঙ্কুশ ভালো মানুষ।
আলেম ওলামাদের সাথে গভীর হৃদ্যতা ছিল তার। তিনি আল্লামা শামছুল হক ফরিদপুরী ছদর সাহেব হুজুরের একান্ত অনুরাগী ও অনুরক্ত ছিলেন। তিনি আলেম ওলামাদের ভালোবাসতেন।
সুন্নতকে ভালোবাসতেন। মজলিসে দাওয়াতুল হকের কাজ করতে ভালোবাসতেন। তিনি মজলিসে দাওয়াতুল হকের ইজতেমায় একাধিকবার এসেছেন।
দীর্ঘ সময় নিয়ে তিনি আলেম ওলামাদের সোহবতে ধন্য হয়েছেন। এমন একজন মানুষের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্যধারণের আহব্বান করছি।
একই সাথে দোয়া করছি আল্লাহ তায়ালা যেন তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করেন।
প্রসঙ্গত : বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ হায়েদ গতকাল (১৩ জুন) দিবাগত রাত পৌনে বারোটার দিকে সিএমএইচ হাসপাতাল ইন্তেকাল করেন।
ইন্তেকালের পর জানা গেছে তিনি করোনা আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে দেশের আলেম-ওলামাসহ অসংখ্য মানুষজন শোক প্রকাশ করেছেন।