এই ব্যক্তিকে ধরিয়ে দেয়ার অনুরোধ জানায় ডিএমপি
ইমান২৪.কম: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের পুলিশের দুইটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। গাড়িতে আগুন অবস্থায় এক যুবকের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে পুলিশের গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত ছবি ভাইরাল হয়। অনেক গণমাধ্যমে হেলমেট বাহিনী হিসেবে হেলমেট পরিহিত যুবকদের উল্লেখ করা হয়।
ঘটনার পর বিকেলে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ফেসবুক পেজে ওই যুবকের ছবি আপলোড করে ধরিয়ে দেয়ার অনুরোধ জানায়। ছবির ক্যাপশনে ইংরেজিতে লেখা ‘ওয়ান্টেড বাই ডিএমপি’।
ছবিতে লেখা রয়েছে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী দুস্কৃতিকারী এই ব্যক্তিকে ধরিয়ে দিন অথবা নাম ঠিকানা জানাতে সহায়তা করুন। পুলিশের একটি মোবাইল নম্বর (০১৭১৩৩৭৩১৪৭) দেয়া হয়।