উলামায়ে কেরামের নামে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে: আল্লামা বাবুনগরী

ইমান২৪.কম: চট্টগ্রামের একটি ঘটনাকে কেন্দ্র করে দেশের শীর্ষ ৯জন আলেমের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত মিথ্যা মামলার করা হয়েছে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার স্বনামধন্য মুহাদ্দিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

সোমবার (২৭ জুলাই) সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

আল্লামা বাবুনগরী বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে একশ্রেণীর স্বার্থান্বেষী মহল উঠেপড়ে লেগেছে। তাদের হীন চক্রান্ত বাস্তবায়ন করতে দেশের ৯জন স্বনামধন্য আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।

যে সকল আলেমের বিরুদ্ধে পরিকল্পিত মামলা করা হয়েছে, তারা হলেন, ঢাকা লালবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাখাওয়াত হোসাইন রাযি, মাওলানা যুবায়ের আহমদ, হাটহাজারী জামিয়াতুল ঈমানের মহাপরিচালক মাওলানা মীর মুহাম্মাদ ইদ্রীস,

মেখল হামিউসসুন্নাহ মাদরাসার নায়েবে মুহতামীম মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, হাটহাজারীর তরুণ আলেম মাওলানা কামরুল ইসলাম, লালখান বাজার মাদ্রাসার মুফতি হারুন ইজহার,

মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মাওলানা আশরাফ মাহদি, হাটহাজারীর তরুণ আলেম মাওলানা আসাদ উল্লাহ আসাদ, হাটহাজারী আল-আমিন সংস্থার সেক্রেটারি মুহাম্মাদ আহসানুল্লাহ মাস্টার।

এই আলেমদের বিরুদ্ধে বানোয়াট ও মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিদ্রুত উক্ত মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধ করার জোর দাবি জানান হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

ফেসবুকে লাইক দিন