উত্তেজনা বাড়িয়ে কোন লাভ নেই, আমাদের যা প্রয়োজন তা করবই: গ্রিসকে তুরস্ক
ইমান২৪.কম: ভূমধ্যসাগর ইস্যুতে উত্তেজনা বৃদ্ধি না করতে গ্রিসকে সতর্ক করেছে তুরস্ক।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, পূর্ব ভূমধ্যসাগর ইস্যুতে উত্তেজনা বাড়িয়ে লাভ নেই। আমাদের যা প্রয়োজন আমরা তা করবোই।
তবে সংলাপ ও কূটনৈতিক উপায়ে বিষয়টি সমাধান হতে পারে।
মঙ্গলবার (২৫ আগস্ট) তুরস্কের রাজধানী আঙ্কারায় জার্মান প্রতিপক্ষ হাইকো মাসের সাথে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংলাপের ক্ষেত্রে গ্রিসের কোনও পূর্বশর্ত মেনে নেওয়া হবেনা বলেও জানান মেভলুত।
প্রসঙ্গত, ভূমধ্যসাগরের দীর্ঘতম উপকূলরেখার দেশ তুরস্কের স্বার্থ লঙ্ঘন করে দেশটির তীরবর্তী ছোট ছোট দ্বীপের উপর ভিত্তি করে একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করার ব্যাপারে গ্রীসের হীনপ্রচেষ্টার ধারাবাহিকভাবে বিরোধিতা করেছে তুরস্ক।
এবং ভূমধ্যসাগরে নিজেদের সফল অর্থনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে এরদোগান সরকার।