ঈদুল আজহা উপলক্ষে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল তালেবান

ইমান২৪.কম: ঈদুল আজহা উপলক্ষে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান। শুক্রবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে।

আজ (২৯ জুলাই) মঙ্গলবার তালেবান এই ঘোষণা দেয়। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে, সশস্ত্রযোদ্ধাদের ঈদের তিনদিন শত্রুদের বিরুদ্ধে সবধরনের হামলা বন্ধ রাখার নির্দেশ দেন।

আতঙ্ক ছাড়া সাধারণ মানুষ যাতে ঈদ উপভোগ করতে পারে সেই লক্ষ্যে এ নির্দেশনা। এসময় শত্রুরা কোনো হামলা চালালে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে বলেও জানান তিনি।

আফগানিস্তানে ২০০১ সালে যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে তিনবার যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হলো।

এর আগে ২০১৮ সালে জুনে এবং চলতি বছর রমজান এবং ঈদুল ফিতরে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

গত ২৯ ফেব্রুয়ারি আফগানিস্তান থেকে অনানুষ্ঠানিক পরাজয় বরণ করে সেনা প্রত্যাহারে সিদ্ধান্ত জানিয়ে তালেবানের সাথে চুক্তি করে আমেরিকা।

চুক্তি অনুযায়ী ১০ মার্চ আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনা শুরুর কথা ছিল। আটক তালেবান সদস্যদের মুক্তি দেয়ার বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল।

ফেসবুকে লাইক দিন