ইয়েমেন যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে

ইমান২৪.কম: অবিলম্বে ইয়েমেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা দেশটির জনগণের জন্য দুঃখ-কষ্ট ছাড়া আর কোনো ফল বয়ে আনতে পারে নি। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে।

সৌদি হামলায় ধ্বংসপ্রাপ্ত ঘর-বাড়ি বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ভিত্তিতে ইয়েমেনে যুদ্ধ বন্ধ এবং জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার ক্ষেত্রে কাতার সহযোগিত করতে প্রস্তুত রয়েছে। ইয়েমেনের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি কাতার সম্মান জানায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

কাতার আরও বলেছে, ইয়েমেনে এখন ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এ অবস্থা অবসানে মানবিক ত্রাণ তৎপরতা জোরদার করতে হবে। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ আগ্রাসনে ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি পাশ্চাত্যের দেশগুলোও সমর্থন দিয়ে আসছে।

আরও পড়ুন: আবারো আ.লীগকে নির্বাচিত করার আহ্বান খাদ্যমন্ত্রীর

সংলাপের আগ্রহ জানিয়ে প্রধানমন্ত্রী‌কে বি চৌধুরীর চি‌ঠি

ফেসবুকে লাইক দিন