ইহুদিবাদী দখলদার ইসরাইলকে বায়তুল মোকাদ্দাসের মর্যাদাহানি করতে দেয়া হবে না: এরদোগান

ইমান২৪.কম: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, ‘গোটা বিশ্বের মুসলমানরা ফিলিস্তিন সংকটের সমাধান এবং সেখানে চলমান সংঘাত ও যুদ্ধ অবসানের লক্ষ্যে অনেক দিন থেকেই চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু এ ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা তাদেরকে চরম হতাশ করেছে।’

তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো যতই নীরব ভূমিকা পালন করুক না কেন, মুসলিম বিশ্বকে দখলদার ইহুদিবাদী ইসরাইলের মোকাবেলায় ফিলিস্তিনিদের আন্দোলন ও সংগ্রামের প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে।

বুধবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র ‘অর্থনীতি ও বাণিজ্য সহযোগিতা’ শীর্ষক ৩৪তম স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলেন তিনি।

ফিলিস্তিনি জাতির পাশে দাঁড়ানোর বিষয়ে মুসলিম বিশ্বের প্রতিশ্রুতির প্রতি গুরুত্বারোপ করে তুর্কি প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, যতদিন মুসলমানসহ সব শ্রেণীর মানুষ ন্যায় এবং স্বাধীনতা রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাবেন ততদিন পর্যন্ত ফিলিস্তিনের অস্তিত্ব টিকে থাকবে।

পবিত্র বায়তুল মোকাদ্দাস পরিদর্শনে যেতে তিনি নিজ জাতিকে উৎসাহিত করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে এরদোগান বলেন, অবৈধ দখলদাররা যাতে এ পবিত্র শহরের মর্যাদাহানি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

প্রসঙ্গত, চলতি বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের বায়তুল মুকাদ্দাসকে অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং আমেরিকার দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে মুসলমানদের এ পবিত্র শহরে স্থানান্তরের ঘোষণা দেন।

আরও পড়ুন: ক্ষমতা হারালে কেউ রেহাই পাবেন না বাছাধন: আইনমন্ত্রী

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী

দেশে সম্পূর্ণভাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে: মাহী বি. চৌধুরী

বিএনপির মনোনয়ন জমা দেয়ার পর মোশাররফ হোসেন খোকন আটক

নির্বাচনকে সামনে রেখে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে জামিন দিল হাইকোর্ট

নায়ক ফারুকের ইসলাম বিদ্বেশি বক্তব্যে সমালোচনার ঝড়, অতপর মনোনয়ন বাতিল

ফেসবুকে লাইক দিন