ইসি মাহবুব করোনা আক্রান্ত
ইমান২৪.কম: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার মাহবুব তালুকদার। তার শরীরে জ্বর রয়েছে।
তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র জানায়, মাহবুব তালুকদার শনিবার গভীর রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে তাপমাত্রা ১০৩ ডিগ্রি উঠে যায়।
ওই অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে তাৎক্ষণিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন।
রোববার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। করোনার নমুনা পরীক্ষার পর রোববার রিপোর্ট পজিটিভ আসে। এদিন তার শরীরের তাপমাত্রা কমেছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ফোনে মাহবুব তালুকদারের চিকিৎসার খোঁজখবর নেন।
মাহবুব তালুকদারের অসুস্থতার তথ্য নিশ্চিত করে তার পিএস মোহাম্মদ এনাম উদ্দীন যুগান্তরকে বলেন, স্যার অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার তার করোনা শনাক্ত হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।