ইসির বিধিনিষেধ মানার বালাই নেই, শোডাউনে সারাদেশে মনোনয়ন জমা
ইমান২৪.কম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের ভিড় দেখা গেছে। ঢাকাসহ সারা দেশের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন এই দিন।
সারা দেশে ৩০০ রিটার্নিং এবং ৫৮১ সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হয়।
ইসির পক্ষ থেকে আগে বলা হয়েছিল, মনোনয়নপত্র জমা দেয়ার সময় পাঁচ থেকে সাতজনের বেশি কর্মী সমর্থক সঙ্গে না আনতে। কিন্তু ইসির এ বিধিনিষেধ পাত্তাই দেননি মনোনয়ন প্রার্থীরা। শোডাউনে মুখরিত ছিল রিটার্নিং কর্মকর্তার দপ্তর।
বুধবার সকাল ৯টায় সেগুনবাগিচার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া শুরু হয়। এর পর বিভিন্ন রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদেরর উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে কার্যালয়।
>>এবার ৩০০ আসনে মনোনয়নপত্র জমা পড়েছে মোট ৩০৫৬টি: ইসি সচিব
বেলা ১১টার দিকে ঢাকা-১০ আসনে মনোনয়পত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি সাংবাদিকদের বলেন, সারাদেশে নির্বাচনের উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। আমি আশা করি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে।
তিনি আরও বলেন, ‘নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হওয়ার মত কোনো কাজ সরকার করবে না।’
এর আগে বিএনপির সাইফুল আলম নিরব প্রতিনিধির মাধ্যমে ও আনোয়ারুজ্জামান নিজে উপস্থিত হয়ে ঢাকা-১২ আসনের জন্য মনোনয়পত্র জমা দেন। বিএনপি এ আসনে নিরবকেই মনোনয়ন দিয়েছে।
ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাহারা খাতুন। তিনি বেলা সাড়ে ১১টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, নির্বাচনে জয়ের বিষয়ে তিনি শতভাগ আশাবাদী।
বেলা পৌনে ১২টায় ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাদেক খান এবং বিএনপির আবদুস সালাম মনোনয়পত্র জমা দেন। এ আসনে সালামের সঙ্গে আতাউর রহমান ঢালীকেও মনোনয়নের প্রত্যয়ন দিয়ে রেখেছে বিএনপি।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের মধ্যে আসলামুল হক ঢাকা-১৪, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ ঢাকা-১৬, একেএম রহমউল্লাহ ঢাকা-১১ আসনে মনোনয়নপত্র জমা দেন।
খালেদা জিয়া কারাগারে থাকলেও তাকে তিনটি আসনে প্রার্থী করেছে বিএনপি। আসনগুলো হল- ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭। এসব আসনে খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা নমিনেশন পেপার সংগ্রহ ও জমা দিচ্ছেন।
মঙ্গলবার গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেয়া হয়।
এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন ঢাকার দুই রিটার্নিং কর্মকর্তার কাছে জমা পড়েছে ৪১টি। বাকিরা আজ শেষদিনেই জমা দেবেন।
এ সময় মন্ত্রীরা সরকারি গাড়ি ও পতাকা এবং এমপিরা তাদের গাড়িতে ‘এমপি স্টিকার’ ব্যবহার করতে পারবেন না। বিধি অনুযায়ী মিছিল, শোডাউন নিষিদ্ধ।
কেউ যাতে আচরণবিধি লঙ্ঘন না করেন, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সব রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে ইসি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে।
অংশগ্রহণমূলক এ নির্বাচন ঘিরে রাজনৈতিক কার্যালয়গুলোও সরগরম হয়ে উঠেছে। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টসহ অন্য রাজনৈতিক দলগুলো প্রস্তুতিতে নানা ধরনের কৌশল নিচ্ছে।
প্রার্থী মনোনয়ন দেয়ার ক্ষেত্রেও কৌশলী অবস্থানে দুই দল।
বিদ্রোহী ঠেকাতে ও প্রতিপক্ষের প্রার্থীর অবস্থান বুঝতে আওয়ামী লীগ ও বিএনপি অনেক আসনে দুই থেকে চারজন পর্যন্ত প্রার্থী মনোনয়ন দিয়েছে। একই আসনে জোটের শরিকদের পাশাপাশি দলীয় প্রার্থীকেও টিকিট দেয়া হয়েছে।
৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিন ৮ ডিসেম্বর দুই জোটই প্রার্থীর নাম ঘোষণা করবে।
এতে যাদের নাম থাকবে, তারাই চূড়ান্ত প্রার্থী হবেন। বাকিদের মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
এদিকে জাতীয় ঐক্যফ্রন্ট নামে বিরোধী দলগুলোর একটি জোটের নেতৃত্বে থাকলেও, একাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
এদিকে বুধবার দুপুরে ড. কামাল হোসেন বলেন, ‘বয়স ও শারীরিক অবস্থার বিষয়টি মাথায় রেখে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। এটি এর আগে একাধিকবার সংবাদ সম্মেলনে বলেছিও।’
বর্ষীয়ান রাজনীতিবিদ ড. কামাল হোসেনের নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে গণফোরামের নির্বাহী সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা সুব্রত চৌধুরী বলেন, ‘স্যারের এখন অনেক বয়স। তা ছাড়া তিনি অসুস্থ্ও। শুধু শারীরিক অবস্থা ও বয়সের কারণেই তিনি নির্বাচন করছেন না। ঐক্যফ্রন্ট থেকে তাকে তার পছন্দমতো আসনে নির্বাচন করার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি আরো দুই মাস আগেই নির্বাচন না করার বিষয়ে তাঁর সিদ্ধান্তের কথা মিডিয়ায় বলেছেন। স্যার নির্বাচন করবেন না, এটা আজকের নতুন বিষয় নয়।’
সুব্রত চৌধুরী আরো বলেন, ‘সরকার জনগণের কাঁধে জগদ্দল পাথরের মতো ভর করেছে। তারা গত ৫ জানুয়ারির মতো যেকোনো প্রকারেই একটি একতরফা নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে চাইছে। এবার আর তাদের সেই সুযোগ দেওয়া হবে না। মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। ঐক্যফ্রন্ট সফল হবে। জনরায়ের মাধ্যমেই এই সরকারকে করুণভাবে বিদায় নিতে হবে।’
মুন্সিগঞ্জে সংঘর্ষ, মনোনয়নপত্র জমা দিলেন সিনহা:
মুন্সিগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহা ও জেলা বিএনপি সহ-সভাপতি আলী আজগর রিপন মল্লিকের সমর্থকদের মধ্যে সংর্ঘষের খবর পাওয়া গেছে। টঙ্গিবাড়ী বাজারে দু পক্ষের এ সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। সংঘর্ষের পর মিজানুর রহমান সিনহা তার মনোনয়নপত্র জমা দেন।
আসন ভাগাভাগি চূড়ান্ত হয়নি বলে আলাদা মনোনয়নপত্র:
জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপির শরীক দল, গণফোরামের কার্যকরী প্রেসিডেন্ট সুব্রত চৌধুরী ঢাকা-৬ আসনে নিজের মনোনয়ন জমা দিয়েছেন।
তিনি বলেছেন, এখনো আসন ভাগাভাগি চূড়ান্ত হয়নি, তাই তারা নিজের নিজের দল থেকেই মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এর মধ্যে আসন বণ্টন নিয়ে আলোচনাও চলবে।
সিলেটে মনোনয়নপত্র জমা দিলেন ড. মোমেন ও খন্দকার মুক্তাদির:
বুধবার দুপুরে সিলেট -১ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভাই ড. এ কে আব্দুল মোমেন এবং বিএনপির নেতা খন্দকার আব্দুল মুক্তাদির
রংপুর সদরের জন্য প্রার্থিতা জমা দিলেন এরশাদ:
জাতীয় পার্টির নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের পক্ষে রংপুর-৩ (সদর) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির নেতা মশিউর রহমান রাঙ্গা। বুধবার দুপুরে তিনি জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্রটি জমা দেন।
এরপর মশিউর রহমান রাঙ্গা গঙ্গাচড়ার উদ্দেশ্যে রওনা হয়ে যান। সেখানে তিনি সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের মনোনয়নপত্র জমা দেবেন।
ঢাকা-১৭ আসনে এরশাদের পক্ষে আরেকটি মনোনয়নপত্র জমা দেন দলটির নেতা এস এম ফয়সল চিশতী।
বিএনপির কাছ থেকে ২৫ আসন পেয়েছে জামায়াত:
বিএনপির ২০দলীয় শরীক দল জামায়াতে ইসলামী বিএনপির কাছ থেকে ২৫টি আসন পেয়েছে বলে জানিয়েছেন দলটির একজন নেতা।
বুধবার দুপুরে নির্বাচন কমিশনে নিবন্ধনহীন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন। তার পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন দলটির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ।
মি. আকন্দ জানান, তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।
এই প্রথম আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক ব্যবহার এবং বিএনপির সাথে আসন ভাগাভাগির বিষয়ে পরিষ্কার তথ্য জানিয়েছে দলটি।
এরশাদের অবস্থা স্থিতিশীল:কাজী ফিরোজ:
ঢাকায় মনোনয়নপত্র জমা দিতে এসে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ জানিয়েছেন, তাদের নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি দুই একদিনের মধ্যেই রাজনীতিতে ফিরে আসবেন।
ঢাকা-৬ আসন থেকে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহাজোটে আসন ভাগাভাগি নিয়ে কোন বিরোধ নেই বলেও তিনি দাবি করেন।
মাশরাফির পক্ষে মনোনয়নপত্র জমা:
বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট টিমের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষে দুপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন নড়াইলের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ক্রিকেটার মাশরাফি নড়াইল-২ (লোহাগড়া ও সদরের একাংশ) থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।
আরও পড়ুন: ক্ষমতা হারালে কেউ রেহাই পাবেন না বাছাধন: আইনমন্ত্রী
বিএনপিতে যোগ দিলেন আ.লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী
দেশে সম্পূর্ণভাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে: মাহী বি. চৌধুরী
বিএনপির মনোনয়ন জমা দেয়ার পর মোশাররফ হোসেন খোকন আটক
নির্বাচনকে সামনে রেখে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে জামিন দিল হাইকোর্ট
নায়ক ফারুকের ইসলাম বিদ্বেশি বক্তব্যে সমালোচনার ঝড়, অতপর মনোনয়ন বাতিল