ইসির নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চরমোনাই ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু
ইমান২৪.কম: ওয়াজ-মাহফিল ও ধর্মীয় সভার ওপর নির্বাচন কমিশন কর্তৃক নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে বরিশালের চরমোনাই দরবার শরিফে শুরু হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল।
বরিশালের চরমোনাই ময়দানে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক এ বার্ষিক মাহফিল। আজ বাদ যোহর চরমোনাই পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ৩ দিনব্যাপী বার্ষিক এ মাহফিল।
চরমোনাই’র এই মাহফিলকে কেন্দ্র করে সারাদেশ থেকে আগত লাখো ভক্তবৃন্ত ও মুরিদদের যিকিরে মুখরিত চরমোনাই ময়দান। মাহফিল এলাকা ঘুরে দেখা গেছে, চরমোনাই ময়দানের চারটি মাঠ থাকলেও অগ্রাহায়ন পর্বের এই মাহফিলে মাঠ প্রস্তুত করা হয়েছে দুটি। যার প্রত্যেকটি ইতোমধ্যে কানায় কানায় ভরে গেছে মাহফিল শুরুর আগেই।
লঞ্চঘাটে এখনো একের পর এক লঞ্চ ভিড়ছে । আগামী ২৮ তারিখ পর্যন্ত এ ভীড় থাকবে। এমনকি আখেরি মুনাজাতের দিন ২৯ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল পর্যন্তও অব্যাহত থাকবে মানুষের ঢল।
এবছর নির্বাচন কমিশনের দেয়া নির্বাচনী বিধিমালা থাকায় রাজনৈতিক কোনো বয়ান হবে না বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। তবে তিনদিনের প্রতিটি দিন বাদ ফজর ও বাদ মাগরিব পীর সাহেব রেজাউল করীম ও ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সর্বোমোট ৭ টি বয়ান থাকবে।
পীর সাহেব এর বয়ান হবে ৫ টি এবং নায়েবে আমীরের ২ টি বয়ান পরিবেশন হবে বলে জানা গেছে। এছাড়াও এ তিনদিন বিভিন্ন সময়ে দেশের প্রখ্যাত আলেমগণ গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন।
আরও পড়ুন: মনোনীত প্রার্থীদের চিঠি দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মির্জা ফখরুল
প্রধান নির্বাচন কমিশনারকে পদ থেকে সরে যেতে বললেন ড. কামাল
বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখে বহাল রাখার দাবিতে স্মারকলিপি
সংসদ বহাল রেখে কেন নির্বাচন, ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
যারা লালন-নজরুল সঙ্গীত শোনে এবং রবীন্দ্রনাথের লেখা পড়ে তারা কখনো জঙ্গী হয়না: মনিরুল ইসলাম
গণফোরামে যোগ দিচ্ছেন আ.লীগের সাবেক মন্ত্রী এ কে খন্দকার এবং একুশে টিভির সাবেক চেয়ারম্যানসহ আরো অনেকে