ইসলামী ছাত্রশিবিরের নেতা ব্যারিস্টার জুবায়েরকে তুলে নেয়ার অভিযোগ
ইমান২৪.কম: ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া কার্যক্রম বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়াকে রাজধানীর কারওয়ান বাজার থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়ার পরিবারের পক্ষ থেকে আজ সন্ধ্যায় গণমাধ্যমের কাছে এ অভিযোগ করা হয়। অভিযোগে জানানো হয়, আজ বিকেল সাড়ে চারটার দিকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ড. কামাল হোসেন বলেন, যারা ভোটকেন্দ্র পাহারা দেয়ার বিরুদ্ধে কথা বলবে তারা স্বাধীনতা বিরোধী