ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানের মৃত্যুতে ইসলামী ছাত্র খেলাফত চট্টগ্রাম মহানগরের শোক প্রকাশ

এইচ এম তানভীর মাহমুদ: বর্ষীয়ান রাজনীতিবিদ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী গতকাল ১১-০৫-২০২০ সোমবার রাত ০৮-২০ মিনিটের সময় ঢাকা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ইসলামী ছাত্র খেলাফত চট্টগ্রাম মহানগর।

ইসলামী ছাত্র খেলাফত চট্টগ্রাম মহানগর সভাপতি ওসমান কাসেমী এক বিবৃতিতে বলেন, মাওলানা আব্দুল লতিফ নেজামী (রহ.) একজন হক্কানী বিজ্ঞ আলেম বর্ষিয়ান রাজনীতিবিদ ও প্রচারবিমুখ ব্যক্তিত্ব ছিলেন। হযরতের ইন্তেকালে দেশ ও আলেম সমাজ একজন প্রথিতযশা মুরব্বি হারালেন। আমি উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

নগর সেক্রেটারি – এম এ আবুল কাশেম বিবৃতিতে বলেন, কল্পনার বাহিরে ছিল হঠাৎ এমন সংবাদ শুনতে পাবো, মাওলানা আব্দুল লতিফ নেজামী (রহ.) নিঃসন্দেহে দেশের একজন বিজ্ঞ আলেম ও বর্ষীয়ান রাজনীতিবিদ আমি উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

এইছাড়া ইসলামী ছাত্র খেলাফত ও চট্টগ্রাম মহানগর নেত্রবৃন্দ এই বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

ফেসবুকে লাইক দিন