ইসরায়েলের করোনার প্রতিষেধক আবিষ্কার: প্রথমেই পেল আরব আমিরাত
ইমান২৪.কম: সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল করোনাভাইরাসের প্রতিষেধক একটি এন্টি-করোনাভাইরাস আবিষ্কার করে প্রথমেই আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পাঠিয়েছে।
ওই এন্টি-করোনাভাইরাসটি আবৃষ্কিার করেছে ইহুদীবাদী ইসরায়েলের রাষ্ট্রীয় কোম্পানি ‘রাফায়েল। রবিবার (২৬ জুলাই) ইসরায়েল বিল আরাবিয়্যাহ নামী একটি ভেরিফায়েড টুইটার একাউন্টে এই তথ্যটি প্রকাশ করা হয়।
ওয়াই নেট নিউজের ওয়েবসাইটে হিব্রু ভাষায় এই সংক্রান্ত একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়। ইহুদীবাদী ইসরায়েলের রাফায়েল কোম্পানির সহকারী প্রধান ওই সাক্ষাৎকারে বলেন, আমাদের কোম্পানির একটি আবিস্কার আবুধাবিতে পাঠানো হয়েছে।
এটি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে আবিস্কার করা হয়েছে। অপরদিকে ইসরায়েলী আর্মি রেডিও জিএলটিএস’র (GLTS) দেওয়া তথ্যমতে, চলতি জুলাই মাসের শুরুতে উদ্ভুত বৈশ্বিক করোনা মহামারি থেকে বাঁচতে প্রযুক্তিগত সহায়তার জন্য আরব আমিরাতের মোট ৪২টি কোম্পানি ইসরায়লের দুটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে।
তারা জানায়, সেই দুটি কোম্পানি হল ইসরায়েলের রাষ্ট্রীয় দুটি কোম্পানি, ইসরায়েল এয়ার ইন্ডাস্ট্রিস এবং রাফায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এই দুটি কোম্পানি তাদের সেনাবাহিনীর যাবতীয় সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র এবং সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে থাকে।
তাছাড়া, আমিরাতের অফিসিয়াল সংবাদ সংস্থা ডাব্লিউএএম একটি সংবাদ প্রকাশ করে, যেখানে বলা হয় মেডিকেল সেক্টরে সহায়তা ও কোভিড-১৯ ভাইরাস মোকাবিলায় যৌথভাবে কাজ করতে আমিরাতের প্রাইভেট সেক্টরের কয়েকটি কোম্পানির সাথে ইসরায়েলের দুটি কোম্পানির একটি সহায়তা চুক্তি সম্পাদিত হয়েছে।
মানবিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে গঠনমূলক সহযোগিতার অংশ হিসাবে কোভিড -১৯ মহামারি মোকাবিলায় দেশের নাগরিকদের জন্য বৈরিতা পূর্ণ দেশের সাথে এই যৌথ প্রকল্প হাতে নেওয়া হয়েছে দাবি করে ডাব্লিউএএমের সংবাদে বলা হয়, এই প্রকল্প দেশের ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চ্যালেঞ্জ।
ভেদাভেদ ভুলে (ইসরায়েলের সাতে সম্পর্ক্য) এক সাথে কাজ করতে জোর তাগিদ দিয়ে ওই খবরে আরো বলা হয়, ‘নিজেদের কল্যাণের স্বার্থে এই মহামারী থেকে নিষ্কৃতি পেতে সকলেরই উচিত ভেদাভেদ ভুলে গিয়ে মানবিক চাহিদাকে প্রাধান্য দিয়ে এক সাথে কাজ করা’
এছাড়াও,গত মাসে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোভিড -১৯ মহামারী মোকাবেলায় সংযুক্ত আরব আমিরাতকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছিলেন।