ইসরাইল হচ্ছে একটি পথভ্রষ্ট রাষ্ট্র: সুদানের প্রাক্তন প্রধানমন্ত্রী

ইমান২৪.কম: সুদানের শীর্ষ বিরোধী নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদী বলেছেন, ইসরাইল কোন স্বাভাবিক রাষ্ট্র নয়, এটি একটি পথভ্রষ্ট রাষ্ট্র।

সম্প্রতি সুদানের রাজধানী খার্তুমে অনুষ্ঠিত “জায়োনিস্ট শত্রুদের সাথে সাধারণীকরণের বিপদ” শীর্ষক এক সেমিনারে আল-মাহদী এসব কথা বলেন।

আল মাহদী বলেন, সাধারণীকরণ হলো আত্মসমর্পণের নরম নাম এবং শান্তির সাথে এ চুক্তির কোনও যোগসূত্র নেই।

সুদানের উম্মাহ পার্টির এই নেতা আরো বলেন, বর্তমান নর্মালাইজেশন প্রকল্পটি শান্তির সাথে কোনরুপ সম্পর্কযুক্ত নয়।

বরং এটি ইরানের সাথে আগত যুদ্ধের উপস্থাপনা। এটি আমেরিকান রাষ্ট্রপতি এবং ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচনে ট্রাম্প ও নেতানিয়াহুর বিজয়ী হওয়ার সম্ভাবনাকে উন্নত করেছে।

সুদানের প্রাক্তন এই প্রধানমন্ত্রী বলেন, আমাদের অবস্থান সুস্পষ্টভাবে সাধারণীকরণের বিরুদ্ধে এবং আরব সংহতি, মুসলিম সংহতি ও ন্যায়বিচারের নীতি দ্বারা নির্ধারিত যা বর্ণবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে নিষেধ করে।

ফেসবুকে লাইক দিন