ইসরাইল চাচ্ছে মসজিদে আকসাকে জাদুঘর বানাতে

ইমান২৪.কম: ই’সরাইল সরকার মসজিদে আকসাকে ইহু’দিদের প্রধান শহরে রূপান্তর করার উদ্দেশ্যে কাজ করছে বলে ম’ন্তব্য করেছেন মসজিদটির মুসলিম-ক্রিশ্চিয়ান কমিটির সেক্রেটারি জেনারেল হেনা ঈ’সা।

সম্প্রতি ইসরাইল সরকার মসজিদে আকসার ভিত্তিমূল খননের কাজে নতুন বা’জেটের ঘোষণাও দিয়েছে।

‘দি প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারের’ বরাতে হেনা ঈসা আরো বলেন,জায়’নবাদী ইসরাইল সরকার ফিলিস্তিনের ধর্মীয় ইতিহাস ঐতিহ্য এবং সাংস্কৃতিক সম্পদকে ধ্বং’স করে জায়নবাদী সংস্কৃতি ও কৃ’ষ্টি কালচার মুসলমানদের ওপর চাপিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে।

ইসরাইল সরকারের ষ’ড়যন্ত্রমূলক এসব পদক্ষেপ দ্বিজাতিক অভ্যন্তরীণ চুক্তি ও আন্তর্জাতিক নীতিমালার স্পষ্ট বিরোধী।

ফেসবুকে লাইক দিন