ইরান-আফগান সীমান্ত নিজেদের নিয়ন্ত্রণে নিলো তালেবান: পেলো উষ্ণ অভ্যর্থনা
ইমান২৪.কম: এবার ইরান যাতায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আফগান বর্ডার ইসলাম কালা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। বৃহস্পতিবার (৮ জুলাই) বিনা বাধায় ইরান সংলগ্ন ইসলাম কালা বর্ডার সহ হেরাথ প্রদেশের ৫টি জেলা নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। বার্তা সংস্থা এপিকে নাম না প্রকাশের শর্তে হেরাথ প্রদেশে কর্মরত একজন আফগান কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
তাছাড়া আরবি ভাষায় প্রচারিত একটি ইরানি মিডিয়াতে বলা হয় যে, ইসলাম কালা বর্ডার এখন তালেবানের দখলে। তালেবানদের প্রবেশের সাথে সাথেই আফগান সেনারা তাদের অবস্থান ছেড়ে দিয়ে আশ্রয়ের জন্য ইরান পালিয়ে এসেছে। ইরান সংলগ্ন প্রধান আফগান বর্ডার ইসলাম কালা ইরান এবং আফগানিস্তান উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ।
কেননা সেটি হলো দেশ দুটির মধ্যকার সবচেয়ে বড় ট্রানজিট রুট। যা ১২০ কিলোমিটার বা ৭৫ মাইল জুড়ে বিস্তৃত। তাছাড়া সেটি হেরাথ প্রদেশের প্রাদেশিক রাজধানীও বটে। অপরদিকে তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদের টুইট বার্তা থেকে জানা যায়, তালেবান মুজাহিদগণ যখন ইসলাম কালায় প্রবেশ করছিলেন তখন তারা ব্যাপক জনসমর্থন ও স্থানীয় বাসিন্দাদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হচ্ছিলেন।
এছাড়াও এই তালেবান মুখপাত্র একটি ভিডিও শেয়ার করেন। যেখানে ট্রাকে করে তালেবানদের ইসলাম কালায় প্রবেশ করতে দেখা যায়। এসময় তারা আকাশে গুলি ছুড়ে বিজয় উদযাপন করছিলো এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা বিপুল সংখ্যক জনসধারণ তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছিলো। জানা যায়, আফগানিস্তানের ৪২১টি জেলা ও তার কেন্দ্রগুলোর এক তৃতীয়াংশই এখন তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।
তাছাড়া গুরুত্বপূর্ণ সব জেলা ও শহরে তাদের ক্রমাগত বিজয় মার্কিনপন্থী আফগান সরকারকে চাপে ফেলছে। তারা প্রাদেশিক শহর ও প্রধান প্রধান পরিবহন রুটগুলো তলেবানের কাছে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে।