ইরানের তেল বিক্রি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়: ট্রাম্পের স্বীকারোক্তি
ইমান২৪.কম: ইরানের তেল বিক্রি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় বলে আবারও স্বীকার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি এ স্বীকারোক্তি দেন।
তিনি বলেন, তেলের বাজারে অস্থিরতা ঠেকাতে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেন নি তিনি। কয়েক দিন আগেও তিনি ইরানের তেলের ওপর পরিপূর্ণ নিষেধাজ্ঞা আরোপ সম্ভব নয় বলে স্বীকার করেছেন। গত মে মাসে ট্রাম্প ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়ার পর ইরানের তেল বিক্রি শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন।
মার্কিন অর্থ মন্ত্রণালয় দক্ষিণ কোরিয়া, জাপান ও ইতালিসহ আটটি দেশকে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে তেল কেনার অনুমতি দিয়েছে। গত সোমবার থেকে ইরানের তেল ও ব্যাংকিং খাতে দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা কার্যকর করে ট্রাম্প প্রশাসন। তবে ট্রাম্পের ঘোষণাকে গুরুত্ব না দিয়ে বিশ্বের অনেক দেশই ইরানের তেল কেনা অব্যাহত রাখার সিদ্ধান্ত জানিয়েছে অনেক আগেই।
আরও পড়ুন: খাশোগি হত্যা: সিসি ক্যামেরায় ধরা