ই’রাকের সরকার বিরোধী বি’ক্ষোভে নি’হত ৪০
ইমান২৪.কম: সরকার’বিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার পর ইরাকে প্রা’ণ হারিয়েছেন কমপক্ষে ৪০ জন মানুষ। আহত হয়েছে প্রায় ২০০০ মানুষ।
শুক্রবার (২৫ অক্টোবর) হাজার হাজার ইরাকি বাগদাদের তাহরির স্কয়ারে জড়ো হন। জানা যায়, এর মধ্যে অর্ধেক মা’রা গেছেন সামরিক ও সরকারি কার্যালয়ে প্রবেশের চেষ্টাকালে।
তারা কর্মসংস্থান বৃদ্ধি, জনসেবার মান বৃদ্ধি ও দুর্নীতি বন্ধের দাবিতে বি’ক্ষোভ করছেন।
এসময় তারা শহরের গ্রিন জোনের অ’ভিমুখে মিছিল করার চেষ্টা করেন। ওই এলাকায় সরকারি ভবন ও বিদেশি দূতাবাসগুলো রয়েছে।
এ মাসের শুরুতে সরকারবিরোধী বি’ক্ষোভ করতে গিয়ে নি’রাপত্তা বাহিনীর হাতে প্রা’ণ হারান ১৫০ জন বিক্ষো’ভকারী ।