কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের গোলায় ভারতীয় সেনা নিহত

ইমান২৪.কম: জম্মু-কাশ্মীরের নৌশেরা সীমান্তে পাকিস্তানি সেনাদের নিক্ষিপ্ত গোলায় এক জওয়ান নিহত হয়েছে।

বুধবার রাজৌরির নৌশেরা সেক্টরে এ ঘটনা ঘটে বলে জানায় ভারতের প্রতিরক্ষা অধিদপ্তর।

এই সময় জানায়, মঙ্গলবারের পর বুধবার ফের সীমান্তে গোলাবর্ষণ করল পাক সেনা।

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় নিয়ন্ত্রণরেখা বরাবর মঙ্গলবার রাতে ফের গোলাগুলি চালায় পাকিস্তান।

যদিও সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বুধবার জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর ধেয়ে পাকিস্তানি গোলায় মারা যান এক ভারতীয় জওয়ান।

রাজৌরির নৌশেরা সেক্টরে ঘটনাটি ঘটে। প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানা গেছে, বুধবার রাজৌরির জেলা সংলগ্ন বেশ কয়েকটি সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাকিস্তানি সেনারা।

পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। এ ঘটনায় নিহত হন এক ভারতীয় সেনা জওয়ান। এই নিয়ে এক সপ্তাহে দুই জওয়ানের মৃত্যু হলো।

ফেসবুকে লাইক দিন