রাসুল (স.)-কে ব্যঙ্গ: নিন্দা জানাবে না ফ্রান্সের প্রেসিডেন্ট
ইমান২৪.কম: ৫ বছর আগে ফরাসী ইসলাম বিদ্বেষী রম্য সাময়িকী শার্লি এব্দোর অফিসে যে হামলা হয়, তার সাথে জড়িত সন্দেহে ১৪ জনের বিচার বুধবার শুরু হচ্ছে।
বিচার শুরুর একদিন আগে শার্লি এব্দো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বহুল বিতর্কিত কিছু কার্টুন আবার প্রকাশ করেছে।
এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও বস্তুত বিষয়টির পক্ষেই অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ম্যাক্রোঁ জানিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতর্কিত কার্টুন ছাপানো নিয়ে নিন্দা জানাবেন না তিনি।
সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বলে বিতর্কিত কার্টুনটির পক্ষেই অবস্থানের কথা জানালেন লেবানেন সফররত ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। ওই কার্টুন প্রকাশের জেরে ২০১৫ সালে তাদের অফিসে হামলা চালানো হয়েছিল।
হামলায় ইসলাম বিদ্বেষী কার্টুনিস্টসহ ১২ জন নিহত হয়। এর কয়েকদিন পর প্যারিসে এই ঘটনা সংক্রান্ত আরেকটি হামলায় পাঁচজন মারা যায়।
শার্লি এব্দোর সর্বসাম্প্রতিক সংস্করণের মলাটে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সেই মূল ১২টি কার্টুন চিত্র আবার ছাপা হয়েছে।
এই কার্টুনগুলো চার্লি এব্দোয় প্রকাশের আগে সেগুলো ডেনমার্কের একটি সংবাদপত্রেও ছাপা হয়েছে। ম্যাগাজিনের সম্পাদকীয়কে বলা হয়েছে, “২০১৫-র হত্যাকাণ্ডের পর থেকে নবীর ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানো অব্যাহত রাখার জন্য তাদের কাছে প্রায়ই অনুরোধ এসেছে।
যেহেতু জানুয়ারি ২০১৫-র সেই ‘সন্ত্রাসী হামলা’র বিচার এ সপ্তাহে শুরু হচ্ছে, তাই কার্টুনগুলো পুন:প্রকাশ করা আমরা দরকার বলে মনে করেছি।”