তালেবান হামলায় আফগান সরকারের ৩ সেনা নিহত

ইমান২৪.কম: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর গার্দেজে তালেবানদের হামলায় আমেরিকার মদদপুষ্ট আশরাফ ঘানি সরকারের একটি সেনা ঘাঁটিতে কমপক্ষে তিন সেনা সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এপি।

মার্কিন মদদপুষ্ট আফগানিস্তানের পাক্তিয়া প্রদেশ সরকারের মুখপাত্র আব্দুল রহমান বলেন, এই হামলায় কমপক্ষে পাঁচজন সেনা কর্মকর্তা আহত হয়েছেন।

জানা গেছে, তালেবান সদস্যরা সরকারি সেনা ঘাঁটিতে প্রথমে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলার চালায়। পরে দুইজন বন্দুকধারী ওই সেনা ঘাটিতে বন্দুক হামলা শুরু করে।

ওই সেনা ঘাটি এখন আমেরিকার মদদপুষ্ট আফগান বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। এদিকে এই হামলার দায় স্বীকার করেছে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

২০০১ সাল থেকে আফগানিস্তানের সরকার এবং মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে লড়াই করছে তালেবানরা।

ফেসবুকে লাইক দিন