চীনের মদদে একাত্তরের গণহত্যা হয়েছিলো: শাহরিয়ার কবির

ইমান২৪.কম: শাহরিয়ার কবির বলেছেন, চীনের মদদ ছাড়া পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশে গণহত্যা সংঘটিত করতে পারত না।

চীন কখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারকে স্বীকৃতি দেয়নি। বরং জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির বিরুদ্ধে বার বার ভেটো দিয়েছে।

আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা যেন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ও বঙ্গবন্ধুকে ভুলে না যাই। সোমবার (৩১ আগস্ট) একাত্তরে ভারত ও চীনের ভূমিকা সম্পর্কে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজিত অনলাইন সম্মেলনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার কবির বলেন, ১৯৭১ সালে পাকিস্তান, চীন, আমেরিকার বিরুদ্ধে ঐতিহাসিক মুক্তিযুদ্ধে বাংলাদেশ কখনও বিজয়ী হতে পারত না যদি না ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত সরকার ও সশস্ত্র বাহিনীসহ সর্বস্তরের জনগণ আমাদের সহযোগিতা প্রদান না করত।

বাংলাদেশ স্বাধীন করার জন্য ৩০ লক্ষ বাঙালিকে যেমন জীবন দিতে হয়েছে, ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রায় ১৭ হাজার সৈন্যকেও তাদের জীবন উৎসর্গ করতে হয়েছে, যা বিশ্বের অন্য কোথাও জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঘটেনি।

নির্মূল কমিটির সম্মেলনে একাত্তরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র বাঙালিদের হত্যার জন্য চীনা অস্ত্র ব্যবহার করেছিল।

আমার হাজার হাজার সহযোদ্ধা চীনা বুলেটের দ্বারা শহীদ হয়েছেন কিংবা আমার মতো আহত হয়ে শারীরিক পঙ্গুত্বের শিকার হয়েছেন।

আমার শরীরে এখনও চীনা বুলেট রয়ে গেছে। তিনি বলেন, অন্যদিকে আমাকে এবং আমার মতো শত শত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে ভারত সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদান করে বাঁচিয়ে তুলেছে।

ফেসবুকে লাইক দিন