হেফাজতের যে দায়িত্ব পেলেন মুফতি হারুন ইজহার
ইমান২৪.কম: দেশের বৃহৎতম অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। মহাসচিব নির্বাচিত হয়েছেন আল্লামা নূর হোসাইন কাসেমী।
আজ ১৫ নভেম্বর রোববার দুপুর ২টা ২০ মিনিটের দিকে সম্মেলনের সভাপতি হেফাজতের সিনিয়র নায়েবে আমিরের পক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ ঘোষণা দেন। একই সাথে হেফাজতের ১৫১ জনের কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হয়।
এখানে মুফতি হারুন ইজহার সাহেবকে শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ঘোষণা করা হয়।
একনজরে দেখে নিন হেফাজতে ইসলাম বাংলাদেশের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি