দিল্লিতে সতর্কতা জারি: ভারতের বিমান ছিনতাই করতে পারে খালিস্তানিরা
ইমান২৪.কম: এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে খালিস্তানপন্থী জঙ্গিদের হুমকিতে দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার দিল্লি থেকে রওনা দেয়ার জন্য নির্ধারিত ২টি বিমানকে লন্ডনে নামতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছিল নিষিদ্ধঘোষিত শিখদের এ সংগঠনটি।
বুধবার ওই ফোন পাওয়ার পরই দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।
দিল্লি পুলিশের শীর্ষকর্তা রাজীব রঞ্জন জানিয়েছেন, নিষিদ্ধ খালিস্তানি জঙ্গিগোষ্ঠী ‘শিখ ফর জাস্টিস’ এই হুমকি দিয়েছে। গোয়েন্দাদের উদ্ধৃত করে তার দাবি- ‘শিখ ফর জাস্টিস’-এর প্রধান গুরুপতবন্ত সিংহ পান্নু একাধিক ফোন কল করেছেন।
তিনি বলেন, এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে হুমকি দেয়া হয়েছে। বৃহস্পতিবার ওই ২টি বিমানের লন্ডনে অবতরণের কথাও রয়েছে।
ওই ফোন পাওয়ার পরই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বাড়ানো হয়েছে।
২০১৯ সালে ‘শিখ ফর জাস্টিস’ জঙ্গিগোষ্ঠীকে ভারতে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টের (ইউএপিএ) আওতায় নিষিদ্ধ করা হয়।
বৃহস্পতিবার ১৯৮৪ সালের শিখ দাঙ্গার ৩৬তম বর্ষপূর্তি। সে কারণেই এমন হুমকি দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।