নবীজি সা.কে অবমাননা করে মুসলমানদের কলিজায় ছুরিকাঘাত করেছে ফ্রান্স: বাবুনগরী
ইমান২৪.কম: ফ্রান্সের প্যারিসে দেয়ালে দেয়ালে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অবমাননাকর কার্টুন প্রদর্শনেরে কড়া সমালোচনা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজত মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী।
গতকাল ২৫ অক্টোবর রবিবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা জুনায়েদ বাবুনগরী।
বিজ্ঞাপন মাওলানা বাবুনগরী বলেন, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং নবী মুহাম্মদ সা.কে অবমাননা বিশ্বের দেড়শো কোটি মুসলমান মেনে নেবে না।
অনতিবিলম্বে ফ্রান্সে রাসুল সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শন বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ।
তাই মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবী জানান হেফাজত মহাসচিব।