কুয়েতের আমির ইন্তেকাল করেছেন
ইমান২৪.কম: কুয়েতের আমির সাবাহ আল–আহমেদ আল–জাবের আল–সাবাহ (৯১) মারা গেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
আজ মঙ্গলবার (সেপ্টেম্বর) আমেরিকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। খবর রয়টার্স ও আল–জাজিরার।
প্রয়াত শেখ সাবাহকে আধুনিক কুয়েতের পররাষ্ট্রনীতির স্থপতি বলে মনে করা হয়। তিনি ১৯৬৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে তিনি প্রধানমন্ত্রী হন।
২০০৬ সালের জানুয়ারি মাসে শেখ জাবের–আল সাবাহর মৃত্যুর পর তিনি কুয়েতের আমির হন।
গত বছরের আগস্ট মাসে কুয়েত শেখ সাবাহর রোগের কথা স্বীকার করে। গত জুলাই মাসে তিনি অস্ত্রোপচার শেষে চিকিৎসার জন্য আমেরিকায় যান।
এর আগে ২০০২ ও ২০০৭ সালে তিনি দুই দফায় অসুস্থ হয়ে পড়েন।
এদিকে চলতি মাসের ১৮ সেপ্টেম্বর হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে শেখ সাবাহ আল-আহমাদকে ‘দ্য লিজন অব মেরিট, ডিক্রি অব চিফ কমান্ডার’ সম্মাননা দিয়েছে আমেরিকা।
ধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ সংস্থা খালিজ টাইমস এর খবরে বলা হয়েছে, আফগানিস্তানের তালেবান ও ইরাকের ওপর আমেরিকার হামলায় সহযোগিতা করায় তাকে বিরল এই সামরিক সম্মাননা দিয়ে পুরস্কৃত করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।