শহীদের রক্তের বদলা নেবে আজারবাইজান: প্রেসিডেন্ট
ইমান২৪.কম: আজারবাইজানকে যারা ভয় দেখানোর চেষ্টা করছে তাদের আফসোস করতে হবে বলে হুঁশিয়ার করেছেন দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
তিনি বলেন, আর্মেনিয়ার সশস্ত্রবাহিনী আজারবাইজানের বসতি এবং সামরিক স্থাপনায় বিভিন্ন দিকে থেকে ভারী গোলাবরুদসহ নানাধরনের অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।
শত্রুর হামলায় সাধারণ নাগরিক এবং আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা হতাহত হয়েছে। কিছু মানুষ আহত হয়েছে। আল্লাহ শহীদদের শান্তিতে রাখুন। আজারবাইজান শহীদদের রক্তের বদলা নেবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) আর্মেনিয়ার সেনাবাহিনীর ব্যাপক সামরিক উস্কানির পরিপ্রেক্ষিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
আলিয়েভ শহীদদের রক্তের বদলা নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আজারবাইজানের সেনাবাহিনী আর্মেনিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে প্রতিশোধমূল হামলা অব্যাহত রেখেছে।
তাদের অনেক সামরিক সরঞ্জাম ধ্বংস করে দেয়া হয়েছে। প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, হামলার পাশাপাশি আজারবাইজানের অঞ্চলে অবৈধ বসতি নির্মাণ করে চলছে আর্মেনিয়া।
আলিয়েভ দৃঢ়ভাবে বলেন, আজারবাইজান তার ভূমি রক্ষা করছে। কারাবাখ আজারবাইজানের অন্তর্ভুক্ত। আজারবাইজানে হামলাকে আর্মেনিয়ার ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ বলে।