নুরের ধর্ষণ মামলা প্রসঙ্গে যা বললো ছাত্রলীগ

ইমান২৪.কম: নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রসঙ্গে কথা বলেছেন ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি বলেন, ‘ধর্ষণ মামলার আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে আন্দোলন করছে নুর। সে নিয়মিত বুলির অংশ হিসেবে সরকারের নাম; ছাত্রলীগের নাম নেয়।

গতকালও (সোমবার) আমি শুনেছি এক জায়গায় সে ধর্ষণ মামলাকে ‘ছাত্রলীগের ষড়যন্ত্র’ বলেছে। সবকিছুই আমাদের ষড়যন্ত্র! এরা কিছুই করে না?’ গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একটি অনলাইনে পত্রিকার সঙ্গে ফোনালাপে এ কথা বলেন লেখক ভট্টাচার্য।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা আমাদের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে তারা যে অপকর্ম করেছে।

এটার অবশ্যই বিচার হবে; বাংলাদেশের আইন অনুযায়ী। বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা আছে। আমাদের যে বোন আক্রান্ত হয়েছে, সে যেন সঠিক বিচার পায়। আইনি প্রক্রিয়ার বাধাগ্রস্ত করতে আন্দোলন করছে নুর।

তার নামে একটা অভিযোগ এসেছে; অভিযোগ দেখেই আন্দোলন শুরু করেছে।’ তিনি বলেন, ‘কথায় কথায় কিসের আন্দোলন? মহামারির সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উত্তেজনা সৃষ্টি করা। তারা (নুরের অনুসারীরা) যেন অস্থিতিশীল করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান জানাবো।’

‘সরকারের পরিকল্পনামাফিক নুরের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে’ বলে অভিযোগ প্রসঙ্গে লেখক ভট্টাচার্য বলেন, ‘নুরের কথা কেউ শুনে না।

তাই সে বারবার সরকারের দোষ দেয়। সরকারের বিরুদ্ধে বললে মানুষ শুনতে চায়; আসলে সে কী বলতে চাচ্ছে। এখানে সরকারের দোষটা কোথায়?

সরকার কি তার বিরুদ্ধে মামলা করেছে? যে মেয়ের সঙ্গে এই অপকর্ম করেছে, সে মেয়ে নিজেই তো তাদের সংগঠনের। তাদের সংগঠনের মেয়েই তো মামলা করেছে।’

ফেসবুকে লাইক দিন