জ্ঞান হারিয়েছে ভিপি নুর, নেয়া হয়েছে ঢাকা মেডিকেল!

ইমান২৪.কম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর জ্ঞান হারিয়েছেন।

আহত অবস্থায় নুরসহ ২ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। টিএসসি থেকে আটকের পর ছেড়ে দেয়া হয়েছে আরও ৫ শিক্ষার্থীকে।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধর্ষণের মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগও আনা হয় নুরের বিরুদ্ধে। এরপর তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে।

এর কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেয়া হয়। নুরসহ ছয়জনের বিরুদ্ধে লালবাগ থানায় ঢাবি ছাত্রীর করা ধর্ষণের মামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

সেখানেই পুলিশের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ আনা হয়।

ফেসবুকে লাইক দিন