শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তানে ভয়াবহ সংঘর্ষ: নিহত ৭৪
ইমান২৪.কম: আফগানিস্তানে আমেরিকার মদদপুষ্ট সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের কয়েকটি সংঘাতে অন্তত ৭৪ জন নিহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) আফাগনের মধ্যাঞ্চলীয় উরুজগান প্রদেশে রাতভর চলা এই সংঘর্ষের ঘটনায় আরও বহু লোক আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে এসব তথ্য মিলেছে। ১২ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় আমেরিকার মদদপুষ্ট আফগান সরকারি প্রতিনিধি দলের সঙ্গে তালেবান প্রতিনিধিদের শান্তি আলোচনা শুরু হয়েছে।
এরপর থেকে দুপক্ষের মধ্যে লড়াইয়ের সবচেয়ে রক্তাক্ত দিন ছিল এটি। দোহায় দুই পক্ষের মধ্যে আলোচনায় এক সপ্তাহেরও বেশি সময় পার হওয়ার পরও অগ্রগতি সামান্যই।
বিশেষ করে যুদ্ধবিরতির বিষয়ে কোনো আশাব্যঞ্জক অগ্রগতি নেই বললেই চলে। প্রদেশটিতে আমেরিকার মদদপুষ্ট আফগান সরকারের ডেপুটি গভর্নর সৈয়দ সাদাত এমন তথ্য জানিয়েছেন।
তাখার, হেলমান্দ, কাপিসা, বলখ, মাইদান ওয়ারদাক ও কুন্দুজেও সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রদেশগুলোর কর্মকর্তারা বলেছেন।
এছাড়াও বলখে মার্কিন মদদপুষ্ট আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির তিন সদস্যকে তালেবান জিম্মি করেছে বলে প্রদেশটির গভর্নরের মুখপাত্র মনির আহমদ ফরহাদ দাবি করেন।