কাশ্মীরে ছেলের সামনে মাকে হত্যা: ভারতীয় বাহিনী জড়িত

ইমান২৪.কম: কাশ্মীরের শ্রীনগরে ৪৫ বছর বয়সী কাউনসার সোফিনামের এক মাকে তার ছেলের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

এই দুর্ভাগ্যজনক ঘটনাটি তখন ঘটেছিল, যখন তাদের ফিরদৌসাবাদের বাড়িতে সবাই বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন।

বড়পাথর এলাকার বাটামালুতে কাউনসর সূর্যদয়ের আগে ভোর সাড়ে ৩টার দিকে বেকারি দোকানের জন্য রুটি তৈরি করতে বের হয়েছিলেন।

তার ২৫ বছর বয়সী ছেলে আকিব সোফির গাড়ি চালাচ্ছিল আর তিনি যাত্রী সিটে বসা ছিলেন। অশ্রুসিক্ত আকিব সংবাদমাধ্যমকে জানিয়েছে যে তার মা যেখানে মারা গেছেন তার অল্প দূরত্বেই ভারতীয় বাহিনীর অবস্থান ছিল।

কাশ্মীরী মায়ের মৃত্যু সংবাদ ভাইরাল হওয়ার পরেই বাটামালু এলাকায় বেশ কয়েক স্থানে বিক্ষোভ করে কাশ্মীরী জনগণ।

এদিতে ভারত নিয়ন্ত্রিত শ্রীনগরের এসএসপি হাসিব মুঘল এই বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি।

শ্রীনগর পুলিশের আইজি ও ডিজি তাকে এই বিষয়ে কথা বলতে নিষেধ করেছে বলে তিনি উল্লেখ করেন।

যদিও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং এক সংবাদ সম্মেলনে দাবি করেন যে, এই নারী দূর্ভাগ্যবসত গোলাগুলির মধ্যে পড়ে যান।

বিক্ষোভকারীদের দাবি, ভারতীয় বাহিনী এই ৪৫ বছর বয়সী মাকে ইচ্ছা করেই হত্যা করেছে।

ফেসবুকে লাইক দিন