এবার পুজা উপলক্ষে ভারতকে ৩ গুণ বেশি ইলিশ দেবে বাংলাদেশ

ইমান২৪.কম: হিন্দু ধর্মাবলম্বীদের পুজা উপলক্ষে উপহার হিসেবে এবার ভারতকে বাংলাদেশ ৩ গুণ বেশি ইলিশ মাছ দিবে বলে জানিয়েছে ভারতীয় পত্রিকা আনন্দবাজার।

তারা জানাচ্ছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতেই বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের ইলিশ রফতানি-সংক্রান্ত অনুমতিপত্র সংশ্লিষ্ট সংস্থাগুলোর হাতে এসেছে।

নির্দেশিকা অনুযায়ী, পুজা উপলক্ষে উপহার হিসেবে ভারতে ১০ অক্টোবরের মধ্যে ১৪৫০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে।

গতবার ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছিল। এবার মোট নয়টি সংস্থাকে কম করে ১৫০ মেট্রিক টন করে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ। আর এ মাছগুলো উপহার হিসেবেই রপ্তানি করা হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, বাংলাদেশ থেকে ইলিশ আনতে সব রকম সহযোগিতা করা হবে।

ফেসবুকে লাইক দিন