আবারো চীন-ভারত সিমান্তে সেনাদের মারামারি: এলোপাতাড়ি গুলি চালিয়েছে ভারত

ইমান২৪.কম: লাদাখে, ভারতীয় জওয়ানদের বিরূদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম এবং এলোপাতাড়ি গুলি ছোঁড়ার অভিযোগ এনেছে চীন। সোমবার, দেশটির পিপলস লিবারেশন আর্মি- PLA এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তোলা হয় এ অভিযোগ।

সীমান্তে চীনা অনুপ্রবেশের পাল্টা অভিযোগ তুলেছে ভারতও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সীমান্ত সংকট নিরসনে প্রয়োজন শীর্ষ পর্যায়ের মুখোমুখি আলোচনা।

আরো পড়ুন>> তিন মাস ধরে সীমান্তে মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রতিবেশী চীন ও ভারতের সেনাবাহিনী। যার ধারাবাহিকতায় এবার ইস্টার্ন লাদাখের বিশেষ ওই অঞ্চলে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে সেই সংঘাতের খবর এসে পৌঁছেছে।

ভারতের সরকারি সূত্রে জানানো হয়, লাদাখ সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এর পরও এটিকে ওয়ার্নিং শট বলে দাবি করা হয়েছে।

অর্থাৎ দুই পক্ষ একে অপরকে ওয়ার্নিং দিতে গুলি চালিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর লাদাখের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার তিনি বলেন, এপ্রিল মাস থেকে একে অপরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে ভারত ও চীনের সেনাবাহিনী। পরিস্থিতি খুবই সিরিয়াস ছিল। দুই পক্ষের রাজনৈতিক স্তরে গভীর আলোচনার প্রয়োজনও বোধ করছেন তিনি।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হলে তিনি কী বলবেন, তা জানতে চাওয়া হলে জয়শঙ্কর বলেন, তিনি গত ৩০ বছরের কথা মনে করিয়ে দেবেন।

শান্তি বজায় থাকায় কীভাবে সম্পর্ক দৃঢ় হয়েছে, সেটাই বলবেন তিনি। যুদ্ধ বিশেষজ্ঞদের মতে, তাদের দাবি পটভূমিকা বা যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে ধীরে ধীরে। গত ৪৫ বছরে একাধিক মৌখিক বা লিখিত চুক্তির মাধ্যমে যে স্থিতাবস্থা নিয়ে এসেছে ভারত চীন, তা এক মুহূর্তে ভাঙতে পারে।

লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুডা জানাচ্ছেন এই মুহূর্তে পরিস্থিতি বিপজ্জনক। যে কোনও সময়ে তা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। ভারত কতটা প্রস্তুত যুদ্ধের পরিস্থিতি মোকাবিলা করতে? এমন প্রশ্নের উত্তরে সেনাপ্রধান জানিয়েছেন জওয়ানরা উদ্বুদ্ধ, তৈরি। কিন্তু মস্কোতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পরেও সুর নরম করেনি চীন।

ফেসবুকে লাইক দিন